ABP Ananda LIVE: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে । কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার । মৃতের হাত-পা-মুখ টেপ দিয়ে বাঁধা ছিল । অ্যাপ ক্যাবে করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা ২ দুষ্কৃতীর । চালকের সন্দেহ হওয়ায় ১০০ নম্বরে ডায়াল করতে যায় চালক । ১ জন পালিয়ে গেলেও অপর দুষ্কৃতীকে জাপটে ধরে অ্যাপ ক্যাব চালক । পরে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । ঘোলা থানার খেপলির বিলের কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার । টেপ দিয়ে হাত-পা-মুখ বাঁধা দেহ উদ্ধার । উদ্ধার নগদ ৬৫ হাজার টাকা, রক্তমাখা প্লাস্টিক, ছুরি, নাইলনের দড়ি । উদ্ধার বস্তা ভর্তি কুর্তিও । নাগেরবাজার থেকে উঠে দুষ্কৃতীরা অ্যাপ ক্যাবে ডেস্টিনেশন দিয়েছিল ঘোলার খেপলির বিল । ধৃত ব্যক্তির নাম করণ সিংহ, বাড়ি রাজস্থানে